পুরুলিয়া ১: এ গৃহবধূকে শারীরিক ও মানসিক নির্যাতনে স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত দায়ের
কেন্দা থানা এলাকার কুমারগাড়া গ্রামের এক গৃহবধূকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে গত পরশু টামনা থানায় লিখিত অভিযোগ দায়ের করে ওই গৃহবধূ তার স্বামী শ্যামাপদ মাহাতোর বিরুদ্ধে। এদিন রাত্রি আটটা নাগাদ থানা সূত্র থেকে জানা গেছে ওই ঘটনায় এখনো স্বামী শ্যামাপদ মাহাতোকে গ্রেপ্তার করা হয়নি। তবে তদন্ত শুরু করা হয়েছে।