ভগবানগোলা ২: রানীতলা থানায় কালীপুজো উপলক্ষে প্রিস-মিটিং: নিরাপত্তা ও সামাজিক সচেতনতার বার্তা
ভগবানগোলা, মুর্শিদাবাদঃসোমবার বিকেল থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত আসন্ন কালীপুজো উপলক্ষে রবিবার রানীতলা থানার উদ্যোগে থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো একটি প্রিস-মিটিং। উপস্থিত ছিলেন রানীতলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক অরিজিত ঘোষ মহাশয় এবং এসডিপিও বিমান হালদার মহাশয়।এদিনের বৈঠকে থানার অন্তর্গত মোট বাইশটি পূজো কমিটি ও আটটি বাড়ির পূজোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠকে পূজো চলাকালীন এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, বিদ্যুৎ ব্যবস্থার নিরাপত্তা, অগ্নিনির্বাপণ প্রস্