বলরামপুর: রাঙাডি গ্রামে দুটি বাইকের সংঘর্ষ জখম চার যুবক
রাঙাডি গ্রামে দুটি বাইকের সংঘর্ষে জখম চার যুবক।স্থানীয় মানুষজনের সহায়তায় বলরামপুর থানার পুলিশ জখমদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় বাঁশগড় হাসপাতালে নিয়ে আসে। জখম যুবকরা হলো পিন্টু সিং লায়া,সঞ্জয় সিং লায়া,বলদেব সিং লায়া এবং রঞ্জিত সিং লায়া। তাদের বাড়ি বলরামপুর থানার ভাঙিডি গ্রামে।