ইসলামপুর: দিনের বেলা চুরি করতে এসে গৃহ কর্ত্রীর হাতে নাতে ধরা পড়ল চোর
দিনের বেলা চুরি করতে এসে গৃহ কর্ত্রীর হাতে নাতে ধরা পড়ল চোর। আওয়াজ শুনে এলাকার বাসিন্দারা ছুটে এসে ঘেরাও করে রাখলো সেই দুষ্কৃতী কে।, এমনি ঘটনা ঘটেছে রবিবার দুপুর ১২ টার সময় আশ্রম পাড়াতে। আশ্রমপাড়া দিসারিসংঘ সংলগ্ন এলাকায় বাসুদেব দাসের বাড়ি।তার বাড়ির সামনে রয়েছে একটি মন্দির,আর সেই মন্দিরের দরজা খোলা থাকায় এবং বাড়ির সামনে কেউ না থাকায় সেই সুযোগে দুষ্কৃতী মন্দিরের ভিতরে ঢুকে পড়ে এবং সেখানথেকে পিতলের বালতি এবং বাসনপত্র সহ বেশ কিছু মন্দিরের সামগ্রী