ময়ূরেশ্বর ২: মিম কোনো রাজনৈতিক দল নয়, কোটাসুরে রবিবার রাতে এমনই মন্তব্য করলেন বীরভূম জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক
মিম কোনো রাজনৈতিক দল নয়, কোটাসুরে রবিবার রাতে এমনই মন্তব্য করলেন বীরভূম জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক রথীন সেন। প্রসঙ্গত প্রথমে মিম, তারপর ২৪ ঘন্টা পেরোতে না পেরেতেই ফের তৃণমূলে গৌড়বাজারের যুবকরা। এ বিষয়ে জানা যাচ্ছে গতকাল বৈকালে তৃণমূলের বেশ কয়েকজন যুবক আচমকায় মিম পার্টিতে যোগদান করেছিলেন তবে তাদের দাবি সেই যোগদান ছিল ভুলবশত।