কেশিয়ারি: পন্ডিত দিনদয়াল উপাধ্যায় এর জন্মদিন এবং বিজেপির সেবা পক্ষ কাল উপলক্ষে কেশিয়াড়ীতে স্বচ্ছতা অভিযান করল বিজেপি
পন্ডিত দিনদয়াল উপাধ্যায় এর জন্মদিন এবং বিজেপির সেবা পক্ষ কাল উপলক্ষে কেশিয়াড়ীতে স্বচ্ছতা অভিযান করল বিজেপি। পুজোর আগে স্বচ্ছতা রক্ষার তাগিদে এদিন বিজেপি কর্মীরা কেশিয়াড়ী বাজার এলাকা পরিষ্কার করেন। ঝাঁটা হাতে প্লাস্টিক সহ নোংরা আবর্জনা পরিষ্কারে হাত লাগান বিজেপি কর্মীরা। পাশাপাশি এদিন পন্ডিত দিনদয়াল উপাধ্যায় এর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করা হয়।