ঝাড়গ্রাম: সেমিস্টার ও হোস্টেল ফি কমানোর দাবিতে ঝাড়গ্রামের সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়ে চললো বিক্ষোভ কর্মসূচি
সেমিস্টার ও হোস্টেল ফি কমানোর দাবিতে ঝাড়গ্রামের সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার দুপুরে দ্বিতীয় দিনে চললো বিক্ষোভ কর্মসূচিও। মঙ্গলবার দুপুরে দ্বিতীয় দিনে উত্তেজনা ছড়ালো সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয় চত্বরে। বিশ্ববিদ্যালয়ের মেন গেটের সামনে অবস্থান-বিক্ষোভে বসে পড়েন আদিবাসী সংগঠনের বিশ্ববিদ্যালয় ইউনিটের শতাধিক ছাত্র-ছাত্রী। ভর্তির ফি, গার্লস’ হোস্টেলের মাসিক ফি কমানোর দাবিতে বিক্ষোভ কর্মসূচি সংগঠনের পক্ষ থেকে।