ভাঙড় ১: রাজ্জাকের মতো খুন হতে চাই না, শওকত মোল্লার বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য ভাঙ্গড়ের সদ্য তৃণমূল নেতা রফিকুল ইসলামের
এবার দলের বিরুদ্ধেই বিস্ফোরক মন্তব্য করলেন ভাঙ্গড়ের বিতর্কিত তৃণমূল নেতা রফিকুল ইসলাম।বাদ গেল না শওকত মোল্লাও। বুধবার বিকাল তিনটে নাগাদ বিস্ফোরক সেই মন্তব্যের কল রেকর্ড আবারো ভাইরাল। ভাঙ্গড়ের দায়িত্ব থেকে সরিয়ে নিজের বিধানসভায় পাঠিয়ে দেওয়ার ও হুশিয়ারি দিলেন শওকত মোল্লাকে। এমনকি নিহত তৃণমূল নেতা রাজ্জাক খাঁর প্রসঙ্গ টেনে এনে সমাজ মাধ্যমে বিবৃতিও দিয়েছেন। সরাসরি শোনাব সেই ভাইরাল কল রেকর্ডের কিছু অংশ ।