পাথরপ্রতিমা: আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি শুভ উদ্বোধন করলেন বিধায়ক
দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমা কিষাণমন্ডিতে আমাদের পাড়া আমাদের সমাধান নামক কর্মসূচি শুভ উদ্বোধন করলেন পাথরপ্রতিমার বিধায়ক সমীর কুমার জানা, এই কর্মসূচির মাধ্যমে দল মত নির্বিশেষে এলাকার এলাকার অভাব অভিযোগের কথা যেমন প্রশাসন শুনলেন তেমনি শুনলেন বিধায়ক ও শাসকদলের প্রতিনিধিরা, যেমন রাস্তাঘাট মেরামতি কোথাও আবার অঙ্গনারী কেন্দ্রের মেরামতি সহ একাধিক যে সমস্ত ভগ্ন রয়েছে সে সমস্ত কাজের কথাও শুনলেন প্রশাসন ও শাসক দলের প্রতিনিধিরা ।।