গোপীবল্লভপুর ১: ঘট উত্তোলন করে শোভাযাত্রার মাধ্যমে শুরু হল গোপীবল্লভপুরের শিবাজী স্পোটিং এন্ড রিক্রিয়েশন ক্লাবের ২৪তম বর্ষের শ্যামা পুজো
শুরু হল গোপীবল্লভপুরের শিবাজী স্পোর্টিং এন্ড রিক্রিয়েশন ক্লাবের পরিচালনায় বর্গিডাঙ্গা সার্বজনীন কালী পূজো। সোমবার রাত্রে ঘট উত্তোলন এর মাধ্যমে পুজোর শুরু হয়। এবছর এই পুজো ২৪ তম বর্ষে পদার্পণ করল। এদিন রাত্রে মন্ডপ দেখতে এবং পুজো দিতে প্রচুর মানুষ জড়ো হয়েছেন। আগামী ৬ দিন ধরে চলবে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান।