আজ ১২ জানুয়ারি সোমবার সকাল দিক থেকে দুপুরে দিক পর্যন্ত, মুরারই২ নম্বর ব্লকের পাইকর 2 অঞ্চলের কালিকাপুর ও গোয়ালমাল গ্রামে অনুষ্ঠিত হলো, তৃণমূল কংগ্রেসের উন্নয়নের সংলাপ কর্মসূচি। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেল সম্পাদক আলী মুর্তজা খান, মুরারই১ পঞ্চায়েত সমিতির সভাপতি বিপ্লব শর্মা, মুরারই ২ ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সহ-সভাপতি এহিয়া খান,পাইকর ২ পঞ্চায়েতের প্রধান বেলাত সেখ।