পূর্ববর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের পিপলন পঞ্চায়েতের অন্তর্গত ফজলপুর মোড়ে মঙ্গলবার গভীররাতে চায়ের দোকানে তালা ভেঙে চায়ের দোকানে ঢুকে মদ্যপান করে ও অচৈতন্য অবস্থায় পড়ে থাকে সারারাত। দোকানের সামনেই ফেলে রাখে নাম্বার প্লেট বিহীন মোটরসাইকেল। স্থানীয়রা বুধবার সকালবেলায় দেখতে পেয়ে মন্তেশ্বর পুলিশ প্রশাসনকে খবর দেয়।