পুরুলিয়া ১: দামদা চেঙ্গিতে দুটি বাইকের সংঘর্ষে আহত ২ , ঘটনা স্থলে পুলিশ
এদিন সন্ধ্যে সাতটা নাগাদ টামনা থানার অন্তর্গত দামদা চেঙ্গিতে মুখোমুখি দুটি বাইকের সংঘর্ষে গুরুতর আহত দুই। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় টামনা থানার পুলিশ। আহত ব্যক্তিদের উদ্ধার করে চিকিৎসার জন্য দেবেন মাহাতো গভর্মেন্ট মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়।