বর্ধমান ১: বর্ধমান ছট পূজা ওয়েলফেয়ার সমিতি সাংবাদিক বৈঠক করল বর্ধমানে
কালীপুজোর কয়েকদিন পরেই অনুষ্ঠিত হবে ছট পুজো। এই পুজোকে সামনে রেখে হিন্দি ভাষাভাষী মানুষদের সব থেকে বড় উৎসব সূর্য পূজা। সূর্যদেবের অরধনায় অংশগ্রহণ করেন লক্ষ লক্ষ হিন্দিভাষী মানুষেরা জানান এই পুজো খুব নিষ্ঠার সাথে হয় এবং ভক্তির সাথে হয়। তাদের সবথেকে বড় উৎসবের মধ্যে হচ্ছে এই ছট পুজো। এবছর ছট পুজোতে বিকেল চারটের মধ্যে সদরঘাটে ঢুকতে দেওয়া হবে বড় ও ছোট গাড়ি। চারটে পড়ার ঢোকা যাবে না