মেখলিগঞ্জ: ছোট কালিরহাটে বালু-পাথর বোঝাই ডাম্পার উল্টে বিপত্তি! গাড়ির ভেতরে প্রায় দু'ঘন্টার অধিক সময় চাপা পরে ছিলো চালক
বালু-পাথর বোঝাই ডাম্পার উল্টে বিপত্তি। সোমবার ঘটনাটি ঘটে মেখলিগঞ্জ ব্লকের উচলপুকুরি পঞ্চায়েত এলাকার ছোট কালিরহাট গ্রামে। জানা যায়, স্থানীয় একটি গ্রামীণ রাস্তার কাজের জন্য ডাম্পারে ভর্তী করে বালু-পাথর নিয়ে আসা হয়েছিলো৷ গাড়িটি আনলোড করার সময় একটি চাকা আংশিক ডাবতেই সম্পূর্ণ গাড়িটি উল্টে যায়। বিকট শব্দে ছুটে আসেন স্থানীয়রা। খবর দেওয়া হয়, জামালদহ ফাঁড়ির পুলিশ ও মেখলিগঞ্জ দমকল কেন্দ্রে