নওদা: নওদা ব্লকে তৃণমূল সভাপতির পদে বহাল সফিউজ্জামান সেখ, নেতৃবৃন্দের সংবর্ধনা
নওদা ব্লকে তৃণমূল সভাপতির পদে বহাল সফিউজ্জামান সেখ, নেতৃবৃন্দের সংবর্ধনা নওদা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পদে সফিউজ্জামান সেখ পুনরায় বহাল থাকলেন। রবিবার দুপুরে নওদা অঞ্চলে এক সংবর্ধনা অনুষ্ঠানে তাঁকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান দলের নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন অঞ্চল প্রধান ফিরোজ শেখ, মহিলা সভানেত্রী সহ অন্যান্য তৃণমূল নেতারা। সবাই সভাপতির নেতৃত্বে দলের সংগঠন আরও মজবুত হওয়ার আশা প্রকাশ করেন। সফিউজ্জামান সেখ বলেন, *"দলের ভরসা ও জনগণে