ভরতপুর ১: মঞ্চে তিক্ততা, নাচে উচ্ছ্বাস! ভরতপুর তৃণমূলের বিজয়া সম্মেলনীর বিতর্ক
মুর্শিদাবাদ জেলার ভরতপুরে তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মেলনী ঘিরে তৈরি হয়েছে প্রবল বিতর্ক। একদিকে দলের বিধায়কের মুখে জেলা সভাপতির বিরুদ্ধে তীব্র আক্রমণ, অন্যদিকে একই মঞ্চে চটুল নাচে মত্ত। দুই মিলিয়ে রীতিমতো বিতর্কে তৃণমূল। মঙ্গলবার ভরতপুর থানার কাঞ্চনগড়িয়া এলাকায় বিজয়া সম্মেলনীর মঞ্চে উপস্থিত ছিলেন এলাকার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। সভা মঞ্চ থেকেই তিনি কান্দির বিধায়ক তথা দলের মুর্শিদাবাদ জেলা সভাপতি অপূর্ব সরকারকে তীব্র আক্রমণ করেন।