বলরামপুর: মালতি এলাকায় হীরালাল ফুয়েল সেন্টার নামে পেট্রল পাম্পে ডাকাতির ঘটনায় গ্রেফতার এক অভিযুক্ত
বলরামপুরের মালতি এলাকার আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে পেট্রল পাম্পে ডাকাতির ঘটনার প্রায় দু মাসের পর, অভিযুক্ত এক দুষ্কৃতীকে গ্রেফতার করলো বলরামপুর থানার পুলিশ।অভিযুক্ত যুবকের নাম মহাবীর কুমার সিং,বাড়ি ঝাড়খণ্ডের চান্ডিল এলাকায়। ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে বাকি অভিযুক্তদের খোঁজে তদন্ত চালাচ্ছে বলরামপুর থানার পুলিশ।