মেখলিগঞ্জে ফর্ম–৭ জমা নিয়ে চাপান–উতোর। মঙ্গলবার বিকেলে বিধানসভার বিজেপি প্রতিনিধিদল মহকুমা শাসকের দফতরে ইএআরও-র সঙ্গে সাক্ষাৎ করে ফর্ম–৭ জমা সংক্রান্ত সমস্যার কথা তুলে ধরে। অভিযোগ, মহকুমা ইএআরও ফর্ম গ্রহণে অস্বীকৃতি জানান। প্রতিনিধিদলে ছিলেন জেলা বিজেপির সাধারণ সম্পাদক দধিরাম রায়, বিধানসভা কনভেনার বিমল চন্দ্র রায় সহ নেতৃত্ব। দধিরামবাবুর অভিযোগ, “ভোটাধিকার থেকে মানুষকে বঞ্চিত করা হচ্ছে।” বিষয়টি নিয়ে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছে বিজেপি।