বর্ধমান ১: চুরি যাওয়ার কয়েক ঘন্টার মধ্যেই ১৮ দিনের শিশুপুত্র-কে উদ্ধার করল বর্ধমান থানার পুলিশ
শিশুপুত্রের মা ও বাবা ও দিদা-কে কে ভুল বুঝিয়ে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের আউটডোর থেকে শিশুপুত্রকে নিয়ে এক যুবতী পালিয়ে যায় বলে অভিযোগ উঠে।অভিযোগের পরিপেক্ষিতে গ্রেপ্তার যুবতী ও তাঁর মা। পুলিশসূত্রে জানা গেছে ধৃত যুবতীর নাম রুমকি@রিংকি খাতুন ও তার মায়ের নাম মিনিরা বিবি।রিংকির বাপের বাড়ি বর্ধমানের কৃষ্ণপুরে ও শ্বশুড়বাড়ি বর্ধমানেরই বিজয়রামে। বর্ধমান মেডিকেলের বহি:বিভাগ থেকে শিশুপুত্রের মা,বাবা ও দিদিমাকে ভুল বুঝিয়ে শিশুপুত্রকে নিয়ে চম্পট দেয়