বসিরহাট ২: মাটিয়া থেকে চোর সন্দেহে এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করল পুলিশ
উত্তর ২৪ পরগনা জেলার সুন্দরবনের প্রত্যন্ত এলাকা বসিরহাট ২ ব্লকের মাটিয়া বাজার এলাকার ঘটনা। সন্দেহজন ভাবে ঘোরাফেরা করতে দেখে আজ রবিবার সন্ধ্যা সাতটা নাগাদ মাটিয়া থেকে এক ব্যক্তিকে আটক করে পুলিশ। সিরাজুল মন্ডল নামে ওই ব্যক্তিটিকে নিয়ে আসা হয় মাটিয়া থানায়। পুলিশ সূত্রে খবর গত বুধবার মাটিয়া বাজার এলাকায় বেশ কয়েকটি দোকানে চুরির ঘটনা ঘটে, সন্দেহভাজন ঘোরাফেরা করতে দেখে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করা হয়েছে বলে খবর