দক্ষিণ ২৪ পরগনার গোসাবা ব্লকের পাঠানখালীতে পাঠানখালী অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব কর্মীদের নিয়ে আগামী বিধানসভা নির্বাচনের লক্ষ্যে সাংগঠনিক বৈঠক করলেন গোসাবা ব্লক তৃণমূলের কার্যকারী সভাপতি সুবিদালী ঢালী শনিবার বিকালে। উপস্থিত ছিলেন গোসাবা ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদক তাপস মন্ডল গোসাবা ব্লক যুব তৃণমূল সভাপতি কৌশিক পাণ্ডা সহ পাঠানখালী অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব কর্মীরা