দুবরাজপুর: দুবরাজপুরে সাংসদ-বিধায়কের ওপর হামলার প্রতিবাদে বিজেপির বিক্ষোভ ও পথ অবরোধ
উত্তরবঙ্গে বন্যা পরিদর্শনে গিয়ে বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শংকর ঘোষের ওপর হামলার প্রতিবাদে মঙ্গলবার বীরভূমের দুবরাজপুরে বিক্ষোভে ফেটে পড়ল বিজেপি। বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই ওই হামলার সঙ্গে জড়িত। এরই প্রতিবাদে এদিন দুবরাজপুর শহরে বিজেপি কর্মী-সমর্থকরা রাস্তায় নেমে স্লোগান দিতে দিতে পথ অবরোধ ও বিক্ষোভ প্রদর্শন করেন।এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন দুবরাজপুরের বিজেপি বিধায়ক অনুপ সাহা সহ অন্যান্য জেলা ও ব্লক স্তরের নেতৃবৃন্দ।