ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম তরুণ তীর্থ ক্লাবের ৩০ তম বর্ষের কালী পুজোর থিম "আলো ছায়া মায়ের মায়া", মণ্ডপের ফুটে উঠবে কালীর রূপ
ঝাড়গ্রাম তরুণ তীর্থ ক্লাবের ৩০ তম বর্ষের কালী পুজোর থিম "আলো ছায়া মায়ের মায়া"। প্রজেক্টরের মাধ্যমে তারাপীঠের আদলে তৈরি মণ্ডপে কালী মায়ের বিভিন্ন রূপ দেখানো হবে পুজো মণ্ডপ জুড়ে। সোমবার দুপুরে দেখা গেল মণ্ডপ প্রাঙ্গণে রয়েছে শিব, রামকৃষ্ণ দেব, স্বামী বিবেকানন্দ , সারদা মা সহ বিভিন্ন দেবদেবী ও মনীষীদের ছোটো ছোটো মন্দির ও তাঁদের মূর্তি । পুজোর উদ্যোক্তা অচিন্ত্য কুমার ঠালী বলেন,' প্রজেক্টরের মাধ্যমে পুরো মণ্ডপ জুড়ে কালী মায়ের বিভিন্ন রূপ ফুটে উঠবে '।