পুরুলিয়া ১: আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে চিড়কাতে উপস্থিত জেলাশাসক ও সভাধিপতি
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্য জুড়ে চলছে *আমাদের পাড়া,আমাদের সমাধান* কর্মসূচি। আজ দুপুরে পুরুলিয়া ১ নং ব্লকের গাড়াফুসড়ো অঞ্চলের চিরকা প্রাইমারি স্কুলে আয়োজিত ক্যাম্পে উপস্থিত ছিলেন জেলাশাসক কোষ্ঠাম সুধীর, পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাত , এক নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক মনোজ কুমার মাইতি সহ আরো অন্যান্যরা।