পুরুলিয়া ১: টামনা থানার সার্বজনীন কালী পূজা উদ্বোধন ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত সভাধিপতি ও পুলিশ সুপার
জেলা পুলিশের বিভিন্ন প্রচারমূলক প্রকল্পের প্রদর্শনের মাধ্যমে টামনা থানা সার্বজনীন কালী পূজা উপলক্ষে টামনা থানার কালী পূজা মন্ডপের শুভ উদ্বোধন ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানের ও সবুজ আতশবাজি প্রদর্শনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এদিন রাত্রি সাড়ে আটটা নাগাদ জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় সহতামনা থানার আধিকারিকেরা।