গোপীবল্লভপুর ১: গোপীবল্লভপুরের গুহাশোল গ্রামের সাপের কামড়ে জখম ভগীরথ মুর্ম্মু নামে ব্যক্তি ভর্তি গোপীবল্লভপুর হাসপাতালে
সাপের কামড় খেয়ে গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি গোপীবল্লভপুরের গুহাশোল গ্রামের এক ব্যাক্তি। হাসপাতাল সুত্রে খবর ওই ব্যক্তির নাম ভগীরথ মুর্ম্মু বয়স ৫০ বছর। সাপের কামড় খেয়ে শুক্রবার সন্ধ্যা নাগাদ গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমান চিকিৎসা চলছে প্রোঢ় মহিলার।