ব্যারাকপুর ১: গারুলিয়া পৌরসভার পক্ষ থেকে আয়োজিত হলো স্বচ্ছতাই সেবা অনুষ্ঠান ২০২৫,উপস্থিত পৌর প্রধান
গারুলিয়া পৌরসভার পক্ষ থেকে গারুলিয়ার বিভিন্ন গঙ্গার ঘাটে আয়োজিত হলো স্বচ্ছতাই সেবা অনুষ্ঠান ২০২৫। এই দিন গারুলিয়া পৌরসভার পৌরপ্রধান রমেন দাস উপ পৌর প্রধান অশোক সিং পৌর পারিস সদ সদস্য গৌতম বোস সহ অন্যান্য পৌরপিতা পৌর মাতা দের উপস্থিতিতে এক পদযাত্রার আয়োজন করা হয় যে পদযাত্রা গারুলিয়া পৌর এলাকার বিভিন্ন অঞ্চল পরিক্রমা করে। এরপর গারুলিয়া গঙ্গার ঘাটে গিয়ে গঙ্গার ঘাট স্বচ্ছতা অভিযান চালানো হয়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে গারুলিয়া পৌরসভার পৌর প্রধান