গোসাবা: গোসাবার পুঁইজালিতে আবার নোনাজল ঢুকলো রায়মঙ্গল নদী থেকে বৃহস্পতিবার সকাল ১১টা থেকে,আবার জলমগ্ন হলো একাধিক এলাকা
গোসাবার পুঁইজালিতে আবার নোনাজল ঢুকলো রায়মঙ্গল নদী থেকে বৃহস্পতিবার সকাল ১১টা থেকে,আবার জলমগ্ন হলো এলাকা।দক্ষিন ২৪ পরগনার গোসাবা ব্লকের আমতলীতে বুধবার সকালে পুইজালি এলাকায় রায়মঙ্গল নদী বাঁধ ধস নেমে পুইজালি সহ বেশ কয়েকটি গ্রামে নোনাজল ঢুকে ছিলো।তারপর বুধবার বিকেল থেকে সেচ দফতরের উদ্দ্যোগে বাঁধ মেরামতির কাজ শুরু হলেও সম্পুর্ন ভাবে বাঁধ মেরামতি করা সম্ভব হয়নি।বৃহস্পতিবার সকালে আবার নদীতে জোয়ারের সময় পুনরায় আবার পুইজালি সহ একাধিক গ্রামে নোনা জল ঢুকে পরে।