মোহনপুর: লক্ষী লুঙ্গা চা বাগানের ৬ নাম্বার সেকশনে মৃত গাথি খেলে গেল গোপালক, এই ধরনের কাজ থেকে বিরত থাকার আহ্বান বাগান কর্তৃপক্ষের
রাতের আঁধারের লক্ষ্মীলোঙ্গা চা বাগানের ৬ নাম্বার সেকশন এলাকায় কে বা কারা একটি মৃত গাভী খেলে গেছে। এই এলাকা দিয়ে প্রতিদিন চা শ্রমিকরা চা পাতা তোলার জন্য যাতায়াত করেন। পাশাপাশি এলাকার সাধারণ মানুষও এই এলাকা দিয়ে যাতায়াত করেন। ফলে গাভী পচে দুর্গন্ধ বের হবার পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হতে পারে। এই ধরনের কাজ থেকে বিরত থাকার আহ্বান বাগান কর্তৃপক্ষের।