বেথুয়াডহরী বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবে আজ আয়োজিত হল সমবায় সমূহর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। নাকাশীপাড়া ব্লক সমবায় সমূহর পরিচালনায় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা। সহযোগিতায় নদীয়া জেলা কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিঃ। এই প্রতিযোগিতায় বিজয়ীরা যাবেন ব্লক থেকে জেলাস স্তরে।এটি অষ্টম বর্ষ বাৎসরিক ক্রিয়া প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা নিয়ে কি বললেন নদীয়া জেলা কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিঃএর বেথুয়াডহরী শাখার ফিল্ড অফিসার সজল পাল তার মুখ থেকে শুনে নিন।