গোটা রাজ্যে SIR পক্রিয়ার দ্বিতীয় পর্যায় চলছে যেখানে তথ্যগত ভুল এবং সন্দেহ জনক ভোটার বা কোনো ভোটারের নামে কোনো অভিযোগ থাকলে ফর্ম ৭এর মাধ্যমে অভিযোগ জানানো যাবে আর এই ফর্ম ৭ জমা দেওয়ার শেষ তারিখ ১৫ই জানুয়ারি আর এই ফর্ম জমা দেওয়া নিয়ে গোসাবায় জটিলতা তৈরী হয়েছে।গোসাবা বিধানসভা বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে তারা ফর্ম 7 জমা দিতে গিয়েও ERO এবং AERO না থাকার কারণে জমা না দিতে পেরে ফিরে এসেছে অন্যদিকে গোসাবার বিডিও বিশ্বরূপ বিশ্বাস এই অভিযোগ অস্বীকার করেছেন।