মন্তেশ্বর: জামনা অঞ্চলে পাড়ার সমাধান ক্যাম্পে উৎসাহী জনতার ভিড়
মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত পূর্ব বর্ধমানের মন্তেশ্বর ব্লকের জামনা অঞ্চলের তিন জায়গায় আমার পাড়ায় সমাধান ক্যাম্প আয়োজিত হলো। কুলেগ্রামে জুনিয়ার হাইস্কুলে ক্যাম্প সহ আরও ৯টি বুথ নিয়ে আমার পাড়ায় সমাধান ক্যাম্প অনুষ্ঠিত হয়। এই সমস্ত ক্যাম্পগুলিতেই মানুষজনের ভিড় ছিল চোখে পড়ার মতন।