মকর সংক্রান্তি উপলক্ষে পুরাতন মালদার মুচিয়া এলাকায় জমজমাট মানুষের ভিড়ে মুখর হয়ে ওঠে গোটা অঞ্চল। বুধবার দুপুর দুটো নাগাদ এলাকা জুড়ে বসে মেলা। নানা প্রান্ত থেকে আসা মানুষজনের উপস্থিতিতে উৎসবের আবহ ছড়িয়ে পড়ে। ভোর থেকেই ভক্তরা গঙ্গায় পুণ্যস্নান করেন। স্নান শেষে পূজা-পাঠ ও দানধ্যানের মধ্য দিয়ে ভক্তিমণ্ডিত পরিবেশের সৃষ্টি হয়। গঙ্গা তীরজুড়ে ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি দোকানপাট ও মেলার রঙিন চিত্র নজর কাড়ে। মকর সংক্রান্তিকে ঘিরে মুচিয়া এলাকায়