সিউড়ি ২: কোমা গ্রামে থেকে একটি বিশাল আকারের বিষধর গোখরো সাপ উদ্ধার করলেন সর্প বিশেষজ্ঞ দীনবন্ধু বিশ্বাস
সিউড়ি দু'নম্বর ব্লকের অন্তর্গত কোমা গ্রামে একটি দড়ির মধ্যে আটকে যাওয়া বিশাল আকারের বিষধর গোখরো সাপ দেখতে পেয়ে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থলে সর্প বিশেষজ্ঞ দীনবন্ধু বিশ্বাস পৌঁছে সেখান থেকে সেই সাপটিকে উদ্ধার করেন। রবিবার দিন এমনটাই জানা গেছে সর্প বিশেষজ্ঞ দীনবন্ধু বিশ্বাস সূত্রে।