গোসাবা: TMC জিতলে দু'মুঠো ভাত, BJP জিতলে ধর্মে-কর্মে আঘাত', বাঁকুড়ায় অভিষেক পাল্টা গোসাবায় কটাক্ষ সাংগঠনিক জেলা BJP মুখপাত্রর
তৃণমূল জিতলে দু'মুঠো ভাত, বিজেপি জিতলে ধর্মে-কর্মে আঘাত', বাঁকুড়াকে ১২-০ করার ডাক অভিষেকের পাল্টা গোসাবায় অভিষেক কে কটাক্ষ করলেন জয়নগর সাংগঠনিক জেলা বিজেপি মুখপাত্র সঞ্জয় নায়েক শনিবার রাত ১১টায়।বাঁকুড়াকে ১২-০ করার ডাক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের।বাঁকুড়া জেলার শালতোড়ার একটি জনসভায় তিনি বলেন এবার ভোটে তৃণমূল কংগ্রসের পক্ষে ১২-০ করতে হবে। তৃণমূল জিতলে অধিকার পাবেন, বিজেপি জিতলে বঞ্চিত হবেন। তৃণমূল জিতলে দু'মুঠো ভাত, বিজেপি জিতলে ধর্মে-কর্মে আঘাত।'