আই-প্যাক অফিসে ইডি ও হানার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হুড়ায়। বৃহস্পতিবার হুড়া ব্লকের অন্তর্গত লধুড়কা অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রতিবাদ কর্মসূচি পালিত হল লধুড়কায়।এইদিন সন্ধ্যা সাড়ে ছয় টার সময় লধুড়কায় র্যালী করে মোড়ে হয় পথ সভা।লধুড়কা অঞ্চল সভাপতি কার্তিক মুখার্জী বলেন গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় আমাদের এই লড়াই অব্যাহত থাকবে।