ভাঙড় ২: ঘুটিয়ারি শরীফ নয় সারা রাজ্যের গাঁজা বন্ধ করতে হবে, এর জন্য রাজ্য সরকারকে দায়ী করলেন নওশাদ সিদ্দিকী
গতকাল ক্যানিং পশ্চিম বিধানসভার অন্তর্গত ঘুটিয়ারি শরীফে একটি প্রোগ্রাম করেন ভাঙ্গরের আই এস এর বিধায়ক নওশাদ সিদ্দিকী আর সেই সভায় যাওয়ার পথে এলাকার মহিলাদের ক্ষোভের মুখে পড়ে এবং কালো পতাকা দেখানো হয় বিধায়ককে আজ সোমবার বিকাল চারটে নাগাদ তিনি সেই ঘটনার বিবরণ দিয়ে গাজা বন্ধের জোরালো দাবি জানালেন। পাশাপাশি তিনি বলেন বিক্ষুব্ধ মহিলাদের হাতে চা খেয়ে বাড়ি ফিরেছি।³3⅔