আইভিল চাবাগানে বুনো হাতির হামলায় মৃত এক ব্যাক্তির দেহ উদ্ধার করল পুলিশ। এঘটনায় ঐ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ সুত্রেই জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম আকাশ খেরিয়া (৩৫)। বাড়ি আইভিল চা বাগানের বায়লা লাইন এলাকায়। এদিন সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ মেটেলি থানার পুলিশ ও খুনিয়া স্কোয়াডের বনকর্মীরা দেহ উদ্ধার করে নিয়ে যায়। জানা যায়, মঙ্গলবার বিকেলে বেশ কয়েকজন যুবক আইভিল চা বাগানের বাদ্রে খোলা এলাকায় স্নান করতে যায়।