মাটিগাড়া: SIR এর বিরুদ্ধে শিলিগুড়িতে গণ স্বাক্ষর অভিযান করল দার্জিলিং জেলা কংগ্রেস
অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি (AICC)-র নির্দেশ মেনে এক বৃহৎ স্বাক্ষর অভিযানের আয়োজন করল দার্জিলিং জেলা কংগ্রেস কমিটি। গণতন্ত্র রক্ষার অঙ্গীকার নিয়ে আয়োজিত এই কর্মসূচি অনুষ্ঠিত হয় সোমবার বিকেলে দার্জিলিং জেলা কংগ্রেসের কার্যালয়ের সামনে। এদিন জনগনের স্বাক্ষর সংগ্রহ করা হয়। জেলা কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, রাজনৈতিকভাবে প্রভাবিত S.I.R. এবং বিজেপি-নির্বাচন কমিশনের অশুভ আঁতাত গণতান্ত্রিক ব্যবস্থাকে আঘাত করছে। এর প্রতিবাদ জানাতেই স্বাক্ষর সংগ্রহ অভিযান শুরু হয়েছে।