দার্জিলিং-পালবাজার: পাহাড়ে জল জীবন মিশন প্রকল্পে ব্যাপক দুর্নীতি হয়েছে,সাংসদের সংস্থা ওই কাজ করেছে,দার্জিলিং প্রেস গিল্ডে বলেন MLA
পাহাড়ে জল জীবন মিশন প্রকল্পে ব্যাপক দুর্নীতি হয়েছে এবং এই প্রকল্পের কাজ করেছে সুরিয়া আই প্রাইভেট লিমিটেড কোম্পানি। বুধবার বিকেল চারটা নাগাদ দার্জিলিং প্রেস গিল্ডে আর যত এমন ভাবেই কটাক্ষ করলেন দার্জিলিং লোকসভা কেন্দ্রের নির্দল প্রার্থী বিষ্ণুপ্রসাদ শর্মা। এদিন তিনি বলেন এই দুর্নীতি নিয়ে আমি সরব হয়েছিলাম কিন্তু সাংসদ কোনো উদ্যোগ নেননি। তবে এখন দেখা যাচ্ছে যে কাজগুলি হয়েছে সেই কাজগুলি সাংসদ যেই সংস্থার এমডি সেই সংস্থায়ী করেছে।