ধনিয়াখালি: গুরাপ রামকৃষ্ণ মিশনে বিশেষ প্রশিক্ষণের উদ্বোধন করলেন বিধায়ক
গুরাপ রামকৃষ্ণ মিশনে বিশেষ প্রশিক্ষণের উদ্বোধন করলেন বিধায়ক। আজ মঙ্গলবার রাত আটটা নাগাদ গুরাপ রামকৃষ্ণ মিশন সূত্রে জানা যায় এই দিন ধনিয়াখালীর বিধায়ক অসীমা পাত্র বৈকাল পাঁচটা নাগাদ গুরাপ রামকৃষ্ণ মিশনে এসে উপস্থিত হন। বিধায়ক এদিন গুরাপ রামকৃষ্ণ মিশন আশ্রম ও পিয়ারলেস কিল কর্পোরেশন দ্বারা পরিচালিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ফ্লোবটমি ও বিউটি থেরাপিস্ট,,