আউশগ্রাম ১: আউশগ্রামের ঝাড়গরিয়ার জঙ্গল থেকে উদ্ধার একব্যক্তির ঝুলন্ত দেহ, চাঞ্চল্য এলাকায়, মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ
আউশগ্রামের ঝাড়গরিয়ার জঙ্গল থেকে একব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার হল। এই ঘটনায় রবিবার চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনার খবর পেয়ে দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য এদিন আনুমানিক দুপুর ৩টা নাগাদ বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। জানা গিয়েছে, মৃতের নাম হরিপদ মন্ডল(৫০)। তার বাড়ি আউশগ্রামের লক্ষ্মীগঞ্জে। এদিন হরিপদ মন্ডলের দেহ জঙ্গলের গাছে ঝুলন্ত অবস্থায় দেহ দেখতে পান স্থানীয়রা। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে।