বিশ্ব মৃত্তিকা দিবস উপলক্ষে ছাতনা বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো আলোচনা সভা ও সচেতনতা কর্মশালা। মাটির মান, সংরক্ষণ ও আধুনিক কৃষিতে মাটির সঠিক ব্যবস্থাপনা নিয়ে বিশেষজ্ঞরা সহজ ভাষায় গুরুত্বপূর্ণ তথ্য দেন। কৃষকদের হাতে তুলে দেওয়া হয় মাটি পরীক্ষা রিপোর্ট। পাশাপাশি আয়োজিত হয় বৃক্ষরোপণ ও ছবি আঁকা প্রতিযোগিতা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ডিনসহ কৃষি দফতরের একাধিক আধিকারিক।