পাথরপ্রতিমা: ঢোলাহাট থানার শিমুলবেড়িয়া এলাকায় চুরির ঘটনায় ভগবানপুর এলাকা থেকে ৩ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে ঢোলাহাট থানার পুলিশ।
গত ১৯শে অক্টোবর গভীর রাতে দক্ষিণ ২৪ পরগনা জেলার ঢোলাহাট থানার শিমুলবেড়িয়া এলাকায় চুরির ঘটনায় গতকাল অর্থাৎ ২০ শে অক্টোবর গভীর রাতে ৩ জন অভিযুক্তকে ঢোলাহাটের ভগবানপুর এলাকা থেকে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা আইনের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে আজ অর্থাৎ ২১শে অক্টোবর দুপুর আনুমানিক ১২টা নাগাদ তাদের কাকদ্বীপ মহকুমা আদালতে পাঠানো হয়েছে