মাথাভাঙা ১: মাথাভাঙা থানায় ট্র্যাফিক পুলিশদের হাতে ছাতা সহ বিভিন্ন সামগ্রী তুলে দিলেন অতিরক্ত পুলিশ সুপার সহ অন্যরা
প্রচন্ড গরম ও বৃষ্টির মধ্যে ট্রাফিক পুলিশকে কাজ করতে হয়। তাই তাদের কাজের সুবিধার জন্য কোচবিহার জেলা পুলিশের উদ্যেগে মঙ্গলবার বেলা দেড়টা নাগাদ মাথাভাঙা থানায় মাথাভাঙা মহকুমা ও মেখলিগঞ্জ মহকুমা ৬ টি থানার ট্রাফিক পুলিশের হাতে বিভিন্ন সামগ্রী তুলে দেওয়া হল। এদিন এই অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে বিভিন্ন সামগ্রী তুলে দেন অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই, জেলা ট্রাফিক ডি এস পি অঙ্কুর সিংহ রায়, মাথাভাঙা এস ডি পি ও সমরেন হালদার, মপ্রমূখ।