মাথাভাঙা ১: মাথাভাঙ্গা পচাগর গ্রাম পঞ্চায়েত এলাকায় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প তৈরি করা নিয়ে ক্ষোভ এলাকাবাসীর #jansamasya
সোমবার বেলা সাড়ে তিনটা নাগাদ মাথাভাঙ্গা পচা ঘর গ্রাম পঞ্চায়েত এলাকায় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প তৈরি করা নিয়ে এলং মারি এলাকায় প্রশাসনের পক্ষ থেকে সেখানে বাসিন্দাদের সঙ্গে একটা আলোচনা সভা অনুষ্ঠিত হয় কিন্তু সেখানে এলাকাবাসীরা, ওই প্রকল্প করতে দেবেন না ওই এলাকায় তাই এই আলোচনা সভায় বাসিন্দাদের সঙ্গে প্রশাসনের ক্ষোভ তৈরি হয়। এবং পরে বাসিন্দারা প্রশাসনকে ঘিরে বিক্ষোভ দেখান। বাসিন্দাদের দাবি পরিবেশ দূষণ করা যাবেনা ।