হাড়োয়া: আবাস যোজনার কাটমানি ফেরত দিতে মাইক প্রচারে তৃণমূল,ঘটনাটি গোপালপুর ২ পঞ্চায়েতের ২৭১ নম্বর বুথে
আবাস যোজনার কাটমানি ফেরত দিতে মাইক প্রচারে তৃণমূল। প্রচার হয় সোমবার সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত হাড়োয়া ব্লকের গোপালপুর ২ পঞ্চায়েতের ২৭১ নং বুথে।মাইক প্রচার করে জানানো হয়,যারা আবাস যোজনার ঘড়ের কাটমানি দিয়েছেন, সেই টাকা ফেরত পেতে একটি দরখাস্ত করতে হবে অঞ্চল তৃণমূল নেতৃত্বের কাছে, দরখাস্ত না করলে টাকা মিলবে না,মাইক প্রচারে এও বলা হয় কেউ নতুন করে টাকা দেবেন না।