পথশ্রী-৪ প্রকল্পে কালিয়াগঞ্জ কলেজ থেকে অনন্তপুর পঞ্চায়েতের ভেলাই পর্যন্ত রাস্তার কাজের সূচনা হল রবিবার। এদিন দুপুরে ভেলাই মোড়ে ফিতা কেটে রাস্তার কাজের সূচনা করা হয়। ছিলেন জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য, পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণ্ময় সরকার প্রমুখ। প্রায় সাড়ে পাঁচ কিলোমিটার রাস্তা তৈরির জন্য প্রায় ২ কোটি ৯ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে।