কুলপি: নিশ্চিন্তপুর বটতলা নির ছোট ক্লাবের উদ্যোগে রক্তদান শিবির
দক্ষিণ ২৪ পরগনা কুলপি ব্লকের কুলপি থানার অন্তর্গত বেলপুকুর অঞ্চলে নিশ্চিন্তপুর বটতলা নীল ছোট ক্লাবের উদ্যোগে রক্তদান শিবির হয় বুধবার দিন। পুরুষদের পাশাপাশি মহিলারা রক্তদান অংশগ্রহণ করেন কালী পূজা উপলক্ষে মমর্ষ রোগীদের কথা মাথায় রেখে এই রক্তদান শিবির আয়োজন করা হয়েছে বলে উদ্যোক্তারা জানালেন